ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরে আফ্রিকার দুটি দলের মুখোমুখি হবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৭৭ Time View

নভেম্বরে আফ্রিকার দুটি দলের মুখোমুখি হবে ব্রাজিল

দুটি প্রীতি ম্যাচ খেলে ২০২৫ সাল শেষ করবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী নভেম্বর মাসে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কার্লো আনচেলত্তির শিষ্যরা আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালকে মোকাবিলা করবে। তিন দিন পর ফ্রান্সের লিলে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।

সিবিএফ জানিয়েছে, আগামী ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার দলগুলোর বিপক্ষে খেলা তাদেরকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষ হওয়ার পর এই দুটি ম্যাচকে ব্রাজিলের প্রস্তুতি পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুটি দলের বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় দলটি। তবে পরের ম্যাচে জাপানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ৩-২ গোলে হেরে যায় তারা।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেন অভিজ্ঞ আনচেলত্তি। পরবর্তী বিশ্বকাপ শুরুর আগে হাতে থাকা সীমিত সময়ের মধ্যে দল গঠন ও কৌশল চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতে ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও করছে সিবিএফ। বিভিন্ন মহাদেশের বিভিন্ন ধাঁচের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার মাধ্যমে আগামী মার্চের মধ্যে মূল একাদশ চূড়ান্ত করার লক্ষ্য তাদের।

বিশ্বকাপে যাওয়ার ঠিক আগে রিও দি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে খেলার মাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে বন্ধন জোরদার করতে চায় সিবিএফ।

আসন্ন ম্যাচ দুটি ২০০২ সালে শেষবার বিশ্বকাপের স্বাদ পাওয়া ব্রাজিলের প্রস্তুতি যাচাইয়ের দারুণ সুযোগ। ইতালিয়ান কোচ আনচেলত্তি খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণের পাশাপাশি কৌশলগত সমন্বয় চূড়ান্ত করার রসদ পাবেন।

সেনেগাল দলে রয়েছেন সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও কালিদু কুলিবালির মতো তারকা। দুই বছর আগে লিসবনে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। আর তিউনিসিয়া পরিচিত তাদের সুশৃঙ্খল রক্ষণভাগ ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্য।

Please Share This Post in Your Social Media

নভেম্বরে আফ্রিকার দুটি দলের মুখোমুখি হবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
Update Time : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দুটি প্রীতি ম্যাচ খেলে ২০২৫ সাল শেষ করবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী নভেম্বর মাসে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কার্লো আনচেলত্তির শিষ্যরা আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালকে মোকাবিলা করবে। তিন দিন পর ফ্রান্সের লিলে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।

সিবিএফ জানিয়েছে, আগামী ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার দলগুলোর বিপক্ষে খেলা তাদেরকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষ হওয়ার পর এই দুটি ম্যাচকে ব্রাজিলের প্রস্তুতি পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুটি দলের বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় দলটি। তবে পরের ম্যাচে জাপানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ৩-২ গোলে হেরে যায় তারা।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেন অভিজ্ঞ আনচেলত্তি। পরবর্তী বিশ্বকাপ শুরুর আগে হাতে থাকা সীমিত সময়ের মধ্যে দল গঠন ও কৌশল চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতে ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও করছে সিবিএফ। বিভিন্ন মহাদেশের বিভিন্ন ধাঁচের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার মাধ্যমে আগামী মার্চের মধ্যে মূল একাদশ চূড়ান্ত করার লক্ষ্য তাদের।

বিশ্বকাপে যাওয়ার ঠিক আগে রিও দি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে খেলার মাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে বন্ধন জোরদার করতে চায় সিবিএফ।

আসন্ন ম্যাচ দুটি ২০০২ সালে শেষবার বিশ্বকাপের স্বাদ পাওয়া ব্রাজিলের প্রস্তুতি যাচাইয়ের দারুণ সুযোগ। ইতালিয়ান কোচ আনচেলত্তি খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণের পাশাপাশি কৌশলগত সমন্বয় চূড়ান্ত করার রসদ পাবেন।

সেনেগাল দলে রয়েছেন সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও কালিদু কুলিবালির মতো তারকা। দুই বছর আগে লিসবনে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। আর তিউনিসিয়া পরিচিত তাদের সুশৃঙ্খল রক্ষণভাগ ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্য।