ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মাভাবিপ্রবির ক্যাফেটেরিয়ায় ‘আল-আসলামিয়া পর্দা কর্ণার’ চালু সিলেটে প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব : মামুনুল হক সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে প্রধান বিচারপতির মতবিনিময় সভা জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়ার কথা ছিল তা হয়নি : ছাত্রশিবির সভাপতি ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, ভেতরে আটকা বহু বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, বাড়ছে ভাঙন আতঙ্ক আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-২ আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-১

নিলামে আইনস্টাইনের চিঠি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ৩৪৯ Time View

ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক বিজ্ঞানী আইনস্টাইনকে একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক কি ঈশ্বরে বিশ্বাস করেন? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনও সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।

ওই চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের একদল ইহুদী শির্ক্ষার্থীদের উদ্দেশ্যে ১৯৫০ সালের ১১ এপ্রিল এ চিঠি লিখেন আইনস্টাইন। তার লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’। ১ লাখ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।

তবে নিলামের দিনক্ষন এখনও জানানো হয়নি। এর আগে এ বিজ্ঞানীর অন্য চিঠিগুলো নিলামে ৩০ ডলারে বিক্রি হয়েছিল।

মার্থা মাঙ্ক ছিলেন জার্মানির বিখ্যাত রাবাই মিশেল এ মাঙ্কের স্ত্রী। এত দিন মাঙ্কের এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠি।

মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন: ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’ আইনস্টাইন বলেন, ‘একজন বিজ্ঞানী হিসেবে তিনি তাওরাতের সৃষ্টি কাহিনী বিশ্বাস করেন না কারণ বিজ্ঞান আদর্শকে পরিবর্তন ও অতিক্রম করে গেছে।’

Please Share This Post in Your Social Media

নিলামে আইনস্টাইনের চিঠি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক বিজ্ঞানী আইনস্টাইনকে একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক কি ঈশ্বরে বিশ্বাস করেন? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনও সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।

ওই চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের একদল ইহুদী শির্ক্ষার্থীদের উদ্দেশ্যে ১৯৫০ সালের ১১ এপ্রিল এ চিঠি লিখেন আইনস্টাইন। তার লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’। ১ লাখ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।

তবে নিলামের দিনক্ষন এখনও জানানো হয়নি। এর আগে এ বিজ্ঞানীর অন্য চিঠিগুলো নিলামে ৩০ ডলারে বিক্রি হয়েছিল।

মার্থা মাঙ্ক ছিলেন জার্মানির বিখ্যাত রাবাই মিশেল এ মাঙ্কের স্ত্রী। এত দিন মাঙ্কের এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠি।

মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন: ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’ আইনস্টাইন বলেন, ‘একজন বিজ্ঞানী হিসেবে তিনি তাওরাতের সৃষ্টি কাহিনী বিশ্বাস করেন না কারণ বিজ্ঞান আদর্শকে পরিবর্তন ও অতিক্রম করে গেছে।’