প্রধান উপদেষ্টার বিদেশ সফরের মাধ্যমে আ. লীগকে বিশ্বের কাছে ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে: রাশেদ খান
- Update Time : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫৫২০ Time View
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড.ইউনূসের বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব বিষয় উল্লেখ করেন। পোস্টে রাশেদ খান লেখেন ‘আমি মাঝেমধ্যে ভাবি ৮৫ বছর বয়সে মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে এতো বিদেশ ভ্রমণ করেন! এটা আমি হলেও পারতাম বলে মনে হয় না। মাঝেমধ্যে তার এই বিদেশ ভ্রমণ নিয়ে আমার নিজেরই সমালোচনা করতে ইচ্ছে করে, কখনো কখনো করেছি। বিশেষ করে জাতিসংঘ সফরে বিশাল বহর নিয়ে যাওয়া রাষ্ট্রের বিশাল ব্যয় বটে।’
তিনি আরও লেখেন, ‘আবার দেশে ফিরেই ইতালি বা রোম সফরে গেলেন। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন। এতে রাষ্ট্রের অর্থের বিশাল ব্যয় হয়েছে সত্য, আমি এর সমালোচনাও করি। আবার প্রধান উপদেষ্টার এই সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন, ‘গণ-অভ্যুত্থান পরে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় বড় একটি ব্যাপার ছিল। এই কাজটি তিনি আমাদের করে দিয়েছেন। প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।’




















































































































































































