বরিশালের বাসা থেকে উদ্ধার ঝালকাঠির আওয়ামী লীগ নেত্রীর লাশ

- Update Time : ১১:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৩৮ Time View
বরিশালের সদর রোডের এক বাসা থেকে আওয়ামী লীগের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শারমিন মৌসুমী কেকা (৪৫) বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরণ আহমেদ মিঠুর স্ত্রী ও ঝালকাঠি পৌরশহরের চাঁদকাঠি এলাকার সিকান্দার কবিরের মেয়ে।
ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
“তার কন্যার দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার গলার নিচে একটু ফুলে রয়েছে, তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলতে পারব।”
কেকার মেয়ে দিতান বলেন, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা অসুখে ভুগছিলেন। সাম্প্রতি তার হার্টে দুটি রিং বসানো হয়। আজ বিকাল থেকে মা নিজের রুমে ছিলেন। কোনো সাড়াশব্দ না পেয়ে রাতে রুমে ঢুকে আমরা মৃত অবস্থায় পাই।
মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।