ব্রেকিং নিউজঃ
ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২৪১ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার শর্ত মেনে ইসরায়েলের জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টার পর থেকে দুই ধাপে তাঁদের মুক্তি দেওয়া হয়। খবর বিবিসির।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দুই ধাপে জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাস প্রথম ধাপের জিম্মি মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গাজায় সবশেষ ৪৮ জন ইসরায়েলি জিম্মি অবস্থায় ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন বেঁচে ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মুক্তি পাওয়া সব জিম্মি গাজা থেকে ইসরায়েলের ফিরে এসেছে।



















































































































































































