ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একসাথে কাজ করলে রাষ্ট্রক্ষমতায় ফিরবে বিএনপি: ইশরাক হোসেন

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০২:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১১৮ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় ফিরতে চাইলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “আজ যারা এখানে উপস্থিত, সবাই নেতৃত্বস্থানীয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে, ইনশাআল্লাহ।” বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে। তিনি বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলছি, সংস্কারের কথা বলছি, মানুষের জীবনমান উন্নয়নের কথা বলছি। এগুলো বাস্তবায়ন করতে হলে সবাইকে মাঠে থাকতে হবে।”

ঢাকার ঐতিহ্যবাহী আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “১৯৯১ সালে এখান থেকে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। ৯৬ সালে ঢাকার আটটি আসনের মধ্যে কেবল এই আসনেই জয় পেয়েছিল বিএনপি। তাই এই আসন আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।”

নির্বাচনকে ঘিরে দলের সাংগঠনিক প্রস্তুতি প্রসঙ্গে ইশরাক বলেন, “আমরা ওয়ার্ডভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক টিম গঠন করব। সেখানে শ্রমিক দলেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে—বাংলাদেশে যেন আর কখনো কারো ভোট চুরি না হয়, কোনো স্বৈরাচার কায়েম না হয়।”

তিনি আরও বলেন, “আমি এমপি হওয়াটাকে বড় কিছু মনে করি না। কিন্তু আগামী সংসদ একটি ঐতিহাসিক সংসদ হবে। অনেক বড় বড় সংস্কার এই সংসদে বাস্তবায়িত হবে। আমি সেই সংসদে জনগণের প্রতিনিধি হয়ে ভূমিকা রাখতে চাই।”

সভায় তিনি অতীতের আন্দোলন-সংগ্রামে শ্রমিক দলের ভূমিকার প্রশংসা করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা একসাথে ছিলাম, সামনে দিনগুলোতেও একসাথে থাকতে চাই।” সভায় বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একসাথে কাজ করলে রাষ্ট্রক্ষমতায় ফিরবে বিএনপি: ইশরাক হোসেন

রাজনীতি ডেস্ক
Update Time : ০২:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় ফিরতে চাইলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “আজ যারা এখানে উপস্থিত, সবাই নেতৃত্বস্থানীয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে, ইনশাআল্লাহ।” বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে। তিনি বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলছি, সংস্কারের কথা বলছি, মানুষের জীবনমান উন্নয়নের কথা বলছি। এগুলো বাস্তবায়ন করতে হলে সবাইকে মাঠে থাকতে হবে।”

ঢাকার ঐতিহ্যবাহী আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “১৯৯১ সালে এখান থেকে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। ৯৬ সালে ঢাকার আটটি আসনের মধ্যে কেবল এই আসনেই জয় পেয়েছিল বিএনপি। তাই এই আসন আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।”

নির্বাচনকে ঘিরে দলের সাংগঠনিক প্রস্তুতি প্রসঙ্গে ইশরাক বলেন, “আমরা ওয়ার্ডভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক টিম গঠন করব। সেখানে শ্রমিক দলেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে—বাংলাদেশে যেন আর কখনো কারো ভোট চুরি না হয়, কোনো স্বৈরাচার কায়েম না হয়।”

তিনি আরও বলেন, “আমি এমপি হওয়াটাকে বড় কিছু মনে করি না। কিন্তু আগামী সংসদ একটি ঐতিহাসিক সংসদ হবে। অনেক বড় বড় সংস্কার এই সংসদে বাস্তবায়িত হবে। আমি সেই সংসদে জনগণের প্রতিনিধি হয়ে ভূমিকা রাখতে চাই।”

সভায় তিনি অতীতের আন্দোলন-সংগ্রামে শ্রমিক দলের ভূমিকার প্রশংসা করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা একসাথে ছিলাম, সামনে দিনগুলোতেও একসাথে থাকতে চাই।” সভায় বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।