ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

গাজার ক্ষমতা ছেড়ে দেবে হামাস, ছাড়বে না অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৩৪৩ Time View

গাজায় হামাসের নিরাপত্তা বাহিনীর টহল

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস গাজার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দিতে সিম্মত হয়েছে। যুদ্ধপরবর্তী গাজার শাসনব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি তারা। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলে জানিয়েছে।

এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা গাজা শাসনক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শানপরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত।

হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই।

শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এলো। দলটি স্পষ্ট করেই জানিয়েছে যে, তাদের কাছে গাজার শাসন এখন বন্ধ অধ্যায়।
গাজার শাসনব্যবস্থা পরিবর্তনের সময়ে কোনও পর্যায়েই তারা অংশ নেবে না। এর মানে তারা গাজায় নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস। এর আগে হামাসের নেতারা যুদ্ধপরবর্তী গাজা প্রশাসন-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল। কিন্তু এখন হামাসের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে।

হামাস ও তাদের জোটযুক্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আবারও জোর দিয়ে বলেছে, গাজার ভবিষ্যৎ প্রশাসন সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। এটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় প্রকাশ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ ও পিএফএলপি হামাসের সঙ্গে মিলিত হয়ে ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করেছে। তারা মনে করেন, গাজায় বৃহৎ মাত্রার জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

গাজার ক্ষমতা ছেড়ে দেবে হামাস, ছাড়বে না অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস গাজার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দিতে সিম্মত হয়েছে। যুদ্ধপরবর্তী গাজার শাসনব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি তারা। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলে জানিয়েছে।

এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা গাজা শাসনক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শানপরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত।

হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই।

শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এলো। দলটি স্পষ্ট করেই জানিয়েছে যে, তাদের কাছে গাজার শাসন এখন বন্ধ অধ্যায়।
গাজার শাসনব্যবস্থা পরিবর্তনের সময়ে কোনও পর্যায়েই তারা অংশ নেবে না। এর মানে তারা গাজায় নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস। এর আগে হামাসের নেতারা যুদ্ধপরবর্তী গাজা প্রশাসন-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল। কিন্তু এখন হামাসের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে।

হামাস ও তাদের জোটযুক্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আবারও জোর দিয়ে বলেছে, গাজার ভবিষ্যৎ প্রশাসন সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। এটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় প্রকাশ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ ও পিএফএলপি হামাসের সঙ্গে মিলিত হয়ে ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করেছে। তারা মনে করেন, গাজায় বৃহৎ মাত্রার জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা ব্যর্থ হয়েছে।