পিআর ভিত্তিক নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াত–ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান

- Update Time : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৫৪ Time View
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পৃথক এ কর্মসূচি থেকে অবিলম্বে পাঁচ দফা মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
রোববার (১২ অক্টোবর) বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরারর স্মারকলিপি প্রদান করেন রংপুর জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী প্রমুখ।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্মারকলিপির মাধ্যমে বলেন, জাতির ক্রান্তিলগ্নে ‘ডকট্রিন অব নেসেসিটি’ হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করে আসছে। এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াতে ইসলামী ইতিমধ্যে সরকারের কাছে লিখিতভাবে দুইটি প্রস্তাব করেছে। প্রথমত: জুলাই জাতীয় সনদের জন্য ‘সংবিধান আদেশ’ জারি করা, দ্বিতীয়ত: এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পরিণত হতে পারে।
এর আগে, দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরারর স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান রিপন সরকার, মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়ালসহ অন্যরা।