মিরাজ–রিশাদের জোড়া আঘাতে আফগানিস্তান ৯১/৪
- Update Time : ০৭:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১২৫২ Time View
আবুধাবিতে বাংলাদেশ–আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টসে জিতে ব্যাটিং নিয়েছেন তিনি। টসে হারা বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন। ৮ অক্টোবর একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ‘স্বাগতিক’ আফগানিস্তান।
১৯ ওভারে চার উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৮১ রান। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেট পান তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনার নবম ওভারের চতুর্থ বলে ফিরিয়েছেন সেদিকউল্লাহ আতালকে। লং অনে ক্যাচটি নিয়েছেন তানজিম হাসান। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান। ১৩ বলে ৮ রান করেছেন আতাল।
অন্যদিকে তানজিম হাসানের করা পঞ্চম ওভারের পঞ্চম বলটি ছিল শর্ট। লাফিয়ে ওঠা বলটি খেলার লোভ সামলাতে পারেননি রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি। ফল, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ জাকের আলীর হাতে সহজ ক্যাচ দিয়ে আউট। ১টি করে চার–ছক্কায় ১১ বলে ১১ রান করেছেন গুরবাজ। ব্যাটিংয়ে নেমেছেন রহমত শাহ।
১৮তম ওভারে হাশমতউল্লাহ শহীদিকে বোল্ড করেছেন মিরাজ। পরের ওভারের চতুর্থ বলে আজমতউল্লাহ ওমরজাইকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়েছেন রিশাদ হোসেন। স্লিপে ক্যাচ দেওয়া ওমরজাই ফিরেছেন শূন্য রানে। ইব্রাহিম জাদরানের সঙ্গে ব্যাট করছেন মোহাম্মদ নবী।
রান নেওয়ার সময় ব্যথাটা পেয়ে মাঠ ছেড়েছেন রহমত। মাঠেই শুশ্রুষা নিলেও কাজ হয়নি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে গেছেন ফিজিওর সঙ্গে। উইকেটে এসেছেন হাশমাতুল্লাহ শহীদি।
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে বোল্ড করে তৃতীয় উইকেট পায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানরা। বলটাকে উইকেটে টেনে আনা শহীদি ১২ বলে করেছেন ৪ রান।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন
দুটি পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেই আজ। তাঁদের পরিবর্তে দলে ঢুকেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অপরিবর্তিত আফগানিস্তান
প্রথম ম্যাচে জয় পাওয়া দলটির উপরই আস্থা রেখেছে আফগানিস্তান। উইকেটে দেখে ভালো মনে হয়েছে দলটির অধিনায়ক হাশামতউল্লাহ শাহিদির। দ্বিতীয়ভাগে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আশা করছেন তিনি।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ।
























































































































































































