হৃতিক রোশনের প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’

- Update Time : ১১:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৩৮ Time View
বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবার ক্যামেরার সামনে নয়, পেছনে। প্রযোজকের আসনে বসে তিনি আনছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’। একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনতা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ। প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃতিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা।
সিরিজটির স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃতিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।
‘স্টর্ম’-এ অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ। একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্পটি। এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস।
সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী। অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয়— বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’
‘স্টর্ম’-এর শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার— যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।
সুত্র : বলিউড হাঙ্গামা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়