ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৮৪ Time View

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বুধবার মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন। এই সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সফরে প্রধান বিচারপতি মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো শফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার। আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। এ সময় প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঐতিহাসিক সফরের ফলশ্রুতিতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।

এই সফর বাংলাদেশের বিচার বিভাগীয় উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বিচারক ও আদালতের কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

জাতীয় ডেস্ক
Update Time : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বুধবার মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন। এই সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সফরে প্রধান বিচারপতি মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো শফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার। আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। এ সময় প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঐতিহাসিক সফরের ফলশ্রুতিতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।

এই সফর বাংলাদেশের বিচার বিভাগীয় উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বিচারক ও আদালতের কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।