ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

- Update Time : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৭৬ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শুক্রবার বিকেল ৫টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে সেখানে তাঁর হৃদযন্ত্রে স্টেন্টিং করা (রিং পরানো) হয়। শনিবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের অক্সিজেন লেভেল কমতে থাকে। এছাড়া ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে রোববার সন্ধ্যায় লাইফ তাঁকে সাপোর্ট দেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফসাপোর্টে থাকার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আবার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় লাইফ সাপোর্ট দেওয়া হয়।
সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়