ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

৫ দফা দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ ও মিছিল

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ২২৬ Time View

গাজীপুর টঙ্গী পূর্ব থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে এক বিশাল গণমিছিল ও পথসভা আয়োজন করেছে।

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে টঙ্গীর খা-পাড়া রোডের এশিয়া পাম্প এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে টঙ্গী স্টেশন রোডে এসে পূর্বনির্ধারিত অস্থায়ী মঞ্চে পথসভায় পরিণত হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।

তারা আরও বলেন, বর্তমান সরকারের ফ্যাসিস্ট নীতি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বক্তব্য শেষে সকাল ১১টা ১০ মিনিটে পথসভা ও গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় গণমিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান এবং গাজীপুর সদর-৬ এবং ২ আসনের প্রার্থী জনাব মোঃ হোসেন আলী।

এছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি ঢাকা অভিমুখে অগ্রসর হওয়ায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সাময়িক যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তবে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জুলাই সনদের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। তারা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

৫ দফা দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ ও মিছিল

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

গাজীপুর টঙ্গী পূর্ব থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে এক বিশাল গণমিছিল ও পথসভা আয়োজন করেছে।

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে টঙ্গীর খা-পাড়া রোডের এশিয়া পাম্প এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে টঙ্গী স্টেশন রোডে এসে পূর্বনির্ধারিত অস্থায়ী মঞ্চে পথসভায় পরিণত হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।

তারা আরও বলেন, বর্তমান সরকারের ফ্যাসিস্ট নীতি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বক্তব্য শেষে সকাল ১১টা ১০ মিনিটে পথসভা ও গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় গণমিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান এবং গাজীপুর সদর-৬ এবং ২ আসনের প্রার্থী জনাব মোঃ হোসেন আলী।

এছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি ঢাকা অভিমুখে অগ্রসর হওয়ায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সাময়িক যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তবে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জুলাই সনদের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। তারা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।