গাজা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে ইসরায়েলে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

- Update Time : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ২৫৬ Time View
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা আনার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার’ (সিএমসিসি) নামের একটি টাস্ক ফোর্স চালু করবে যুক্তরাষ্টের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এই টাস্ক ফোর্স প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ইসরায়েলে সর্বোচ্চ ২০০ সেনা মোতায়েন করবে। তারা গাজা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং মানবিক ত্রাণ সহায়তাসহ গাজায় সব ধরনের সহায়তা কার্যক্রমে সাহায্য করবে। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সিএমসিসির মূল শক্তি হবে মার্কিন সেনারা। তবে এতে মিশরের সেনাবাহিনী, কাতার, তুরস্ক এমনকি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকতে পারে। এই যৌথ সমন্বয় কেন্দ্র সংঘাত এড়াতে ইসরায়েলি সেনা ও অন্যান্য বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।’
তারা আরও জানিয়েছে, ‘মোতায়েন করা মার্কিন সেনাদের পরিকল্পনা, নিরাপত্তা, লজিস্টিকস ও প্রকৌশলে দক্ষতা থাকবে। তবে এই সেনাদের ফিলিস্তিনি ভূখণ্ডে পাঠানোর কোনো পরিকল্পনা নেই।’
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে একই ধরনের কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ইসরায়েলে থাকা মার্কিন সেনাদের কাজ হবে গাজা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করা এবং মাঠে থাকা অন্য দেশের সেনাদের সঙ্গে সমন্বয় করা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়