ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

- Update Time : ১০:২১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৮৬ Time View
ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৪ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে ভূমিকম্প আঘাত হানার পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস)। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা নিরাপদে সরিয়ে রাখতে বলেছে। খবর-বিবিসি
ফিভলকস সতর্ক করে বলেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে। তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।
প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ’য়ে আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা এক মিটার থেকে তিন ফুটের বেশি হতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়