পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে বহিষ্কার করা হবে: কুবি প্রশাসন

- Update Time : ০৬:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২১৮ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি (ইডিসি)-এর ৩৩তম সভার কার্যবিবরণীর অনুমোদনের পর জানানো হয়েছে কোনো শিক্ষার্থীর কাছে পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে, সে শিক্ষার্থীকে তাৎক্ষণাৎ পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হবে।
গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৬তম সভায় এ সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। কমিটির কার্যবিবরণীতে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকে অবহিত করেন।
নোটিশে আরও বলা হয়েছে, পরীক্ষার সময় শৃঙ্খলা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।”
এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ এটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নীতিমালাতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং পরীক্ষার খাতাতেও তা লেখা থাকে। সম্প্রতি কিছু অভিযোগ পাওয়া গেছে তাই শিক্ষার্থীদের আরও সচেতন করতে আমরা পুনরায় এ বিষয়ে নোটিশ জারি করেছি। শিক্ষার্থীরা যেন নীতিমালা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেটিই আমাদের প্রত্যাশা।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়