শান্তি চুক্তিতে সই করল হামাস-ইসরায়েল, গাজাবাসীর আনন্দ উদযাপন

- Update Time : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১২১ Time View
গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হলো, খুব শিগগিরই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে’। এদিকে শান্তি চুক্তি সই হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে গাজাবাসীকে, ইসরায়েলেও অনেকে আনন্দ প্রকাশ করেছেন। খবর-বিবিসি
গাজাবাসীর আনন্দ উৎসব উদযাপন: বেশ কিছু ভিডিওতে গাজাবাসীকে যুদ্ধবিরতি চুক্তি খবরে উদযাপন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির সংবাদ উদযাপনের বিভিন্ন ভিডিও প্রচারিত হচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিক সাঈদ মোহাম্মদ ইনস্টাগ্রামে রাতের একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন।
এতে দেখা গেছে, প্রধান শহর দেইর আল বালাহতে আল-আকসা হাসপাতালের বাইরে পুরুষ ও মহিলাদের ব্যাপক সমাগম দেখা গেছে। সঙ্গীতের তালে তালে নেচে নেচে শিস এবং হাততালি দিতে দেখা যাচ্ছে তাদের। একইসাথে ‘আল্লাহু আকবর’ রব তুলতেও দেখা গেছে।
আরেকজন সাংবাদিক মোহাম্মদ আল-হাদ্দাদ-এর আরেকটি ভিডিওতে দেখা গেছে, গাজার অন্য আরেকটি স্থানের রাস্তায় তরুণদের একটি ছোট দলকে নাচতে দেখা যাচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ‘ইসরায়েলের জন্য একটি মহান দিন’ বলে অভিহিত করেছেন। এই চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার তার সরকারের একটি বৈঠক আহ্বান করেছেন।
চুক্তি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য আহ্বান হামাসের : হামাসও এই চুক্তি স্বাক্ষরের কথা নিশ্চিত করেছে। একইসাথে ট্রাম্প এবং এই চুক্তির সাথে সংশ্লিষ্ট দেশগুলোকে তা পুরোপুরিভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য আহ্বান জানিয়েছে হামাস।
২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার দুই বছর দুই দিন পরে মিশরে এই সমঝোতার আলোচনা শুরু হয়। হামাসের ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেসময় থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৬৭ হাজার ১৮৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ হাজার ১৭৯ জনই শিশু।
শান্তি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে ইসরায়েল: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই শান্তি চুক্তি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো জাতি জিম্মিদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে এবং আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ কাৎজ জিম্মিদের মুক্তিকে একটি আশীর্বাদ বলে উল্লেখ করেছেন। একইসাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সেনাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা তাদের সাহস, দৃঢ়তা এবং অসীম ত্যাগের মাধ্যমে এই মহান মুহূর্তে আমাদের নিয়ে এসেছেন। কাৎজ পোস্টের শেষে বলেছেন, পুরো জাতি অপেক্ষা করছে এবং উত্তেজিত। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে।
এতে বলা হয়েছে, জিম্মিদের ফিরে আসার জন্য এই চুক্তি স্বাক্ষরকে স্বাগত। যেই চুক্তি রাতভর স্বাক্ষরিত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক মিডিয়া পোস্টে আইডিএফ জানিয়েছে, রাতভর অনুষ্ঠিত একটি পরিস্থিতিগত মূল্যায়নের সময়, চিফ অব দ্য জেনারেল স্টাফ, সম্মুখ সারি এবং পিছনে থাকা উভয় বাহিনীকেই শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়