মুখ খুললেন রাশমিকা মান্দানা

- Update Time : ০৯:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১১২ Time View
ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রুপালি জগতে অভিষেক হয় তার। এরপর তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় একের পর এক সফলতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে।
তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে— কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রাশমিকাকে নাকি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন এই জনপ্রিয় অভিনেত্রী।
গুড নিউজ কন্নড়কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ঈশ্বরই জানেন কী হচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন ক্যামেরায় ধরে রাখতে পারি না, আর ব্যক্তিগত বার্তা অনলাইনে শেয়ার করার মতো মানুষও নই।’
তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা-ই বলুক না কেন, তাতে কিছু যায় আসে না। তবে পেশাগত মন্তব্য আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করি।’
কন্নড় প্রযোজকরা তাকে নিষিদ্ধ করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে রাশমিকা স্পষ্টভাবে জানান, ‘এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেননি।’
এদিকে প্রায় এক দশক ধরে অভিনেত্রী বিজয় দেবরাকোন্দার সঙ্গে রাশমিকার সম্পর্কের গুঞ্জন চলছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি তারা নাকি বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়