ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির ২ নেতা

জাতীয় ডেস্ক
  • Update Time : ১২:৩৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১০১ Time View

অন্তর্বর্তী সরকারের সময় তথ্য মন্ত্রণালয় নতুন দুই টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে এই চ্যানেল দুটির লাইসেন্স দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নেক্সট টিভির জন্য লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

তিনি ২০২৪ সালে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।

লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের অন্য একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদক ছিলেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য হলেও পরে এনসিপিতে যোগ দেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নতুন চ্যানেলের অনুমোদন আগের প্রথা অনুযায়ী দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে অনুমোদিত ৫০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায় এবং ১৫টি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে।

বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্সের জন্য জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠান সংক্রান্ত নথি, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের অঙ্গীকারনামা জমা দিতে হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির অনুমোদন দেয়া হয় গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

অন্যদিকে, আরিফুর রহমান নামের আরেকজনের মালিকানায় ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। তার প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। তবে এনসিপিতে যোগ দেননি।

Please Share This Post in Your Social Media

টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির ২ নেতা

জাতীয় ডেস্ক
Update Time : ১২:৩৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের সময় তথ্য মন্ত্রণালয় নতুন দুই টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে এই চ্যানেল দুটির লাইসেন্স দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নেক্সট টিভির জন্য লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

তিনি ২০২৪ সালে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।

লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের অন্য একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদক ছিলেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য হলেও পরে এনসিপিতে যোগ দেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নতুন চ্যানেলের অনুমোদন আগের প্রথা অনুযায়ী দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে অনুমোদিত ৫০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায় এবং ১৫টি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে।

বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্সের জন্য জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠান সংক্রান্ত নথি, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের অঙ্গীকারনামা জমা দিতে হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির অনুমোদন দেয়া হয় গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

অন্যদিকে, আরিফুর রহমান নামের আরেকজনের মালিকানায় ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। তার প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। তবে এনসিপিতে যোগ দেননি।