মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস

- Update Time : ১১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১৩৩ Time View
সম্প্রতি অভ্যুত্থান-পরবর্তী সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে দায়সারাভাবে দায়িত্ব শেষ করে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ তাঁরা পাবেন না।
সারজিস বলেন, যারা দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পৃথিবীর যে প্রান্তেই যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবেই।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এনসিপির এই নেতা জোর দিয়ে বলেন যে, দেশের জনগণ এমন দায়সারা মনোভাব কোনোভাবেই মেনে নেবে না। তাঁর মতে, যাঁরা এমনটা চিন্তা করছেন, তাঁরা দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না এবং পৃথিবীর যেখানেই যান না কেন, বাংলাদেশের মানুষ তাঁদের খুঁজে বের করবে।
সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করে তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।
নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে ‘জাতীয় লীগ’ নামে একটি বিতর্কিত দলকে নিবন্ধন দেওয়ার চেষ্টা করছে, যার বাস্তবে কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তাঁর দাবি, এটি যদি আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা হয়, তবে এনসিপি বা জনগণ তা মানবে না। তিনি কমিশনকে সব মানদণ্ড কঠোরভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের যত ভালো মানুষ আছে, সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে পারেন। কিন্তু আওয়ামী লীগের যে-কোনো ভার্শন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নেবে না।
আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে সারজিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। এরপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারও চাপে পড়ে এমনটা করছে।
তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে তাঁর সহানুভূতি প্রকাশ করে সারজিস আলম বলেন, অতীতের অন্যায়-অত্যাচারের পুনরাবৃত্তি নতুন বাংলাদেশে তিনি দেখতে চান না। তিনি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
সমন্বয় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং অন্যান্য বিভাগীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়