ব্যবসায়ী হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে

- Update Time : ০৪:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৩৯ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ (সোমবার) সকালে কারাগার থেকে দীপু মনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত বছর ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে বিক্ষোভে অংশ নেন মনির। একপর্যায়ে আসামিরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ নাম্বার এজাহারভুক্ত আসামি দীপু মনি।
গত ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়