পোশাক নিয়ে ফের কুরুচিকর মন্তব্যের শিকার অভিনেত্রী রুনা খান

- Update Time : ১২:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৯০ Time View
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার পোশাক ও ফটোশুট নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন। সম্প্রতি ‘সূর্য দেবী’ রূপে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সেই ছবিগুলো ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের একাংশ আপত্তিকর মন্তব্য করতে শুরু করে।
গত কয়েক বছরে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান। এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনো রূপের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন, কখনো কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে ‘সোনায় বোনা গল্প’ শিরোনামে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র্যাম্প। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ফ্যাশন শো-তে অংশ নেন রুনা খান। সেখানে একটি বিশেষ কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুট করেন তিনি, যা পরবর্তীতে নিজের ফেসবুকেও শেয়ার করেন।
ছবিগুলো প্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মন্তব্যের ঘরে অনেকেই রুনা খানের পোশাক ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর কথা বলেন। অনেক ব্যবহারকারী তার রুচি এবং বয়স নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। এমনকি কেউ কেউ ছবিগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও সন্দেহ প্রকাশ করেন। যদিও অভিনেত্রী রুনা খান নিজেই জানিয়েছেন, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়।
এর আগেও শারীরিক পরিবর্তনের পর বিভিন্ন ফটোশুটে অংশ নিয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এবারের কুরুচিকর মন্তব্য ও সমালোচনা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি রুনা খান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়