উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী আনছেন ইলন মাস্ক

- Update Time : ১২:১৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৬ Time View
টেসলা ও স্পেসএক্স প্রধান নির্বাহী ইলন মাস্ক রবিবার জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই নির্মিত উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী প্ল্যাট ফর্ম ‘গ্রোকিপিডিয়া’র প্রাথমিক বেটা সংস্করণ দুই সপ্তাহের মধ্যে চালু হবে।
মাস্ক এক্সে একজন ব্যবহারকারী পোস্ট রিটুইট করেন, যেখানে গ্রোকিপিডিয়াকে বর্ণনা করা হয়—‘মানুষ ও এআইয়ের জন্য বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে নির্ভুল জ্ঞানের ভাণ্ডার, যার ব্যবহারে কোনো সীমাবদ্ধতা নেই।’
ওই পোস্টে বলা হয়, ‘গ্রোক বিশাল পরিমাণ কম্পিউট ক্ষমতা ব্যবহার করে উইকিপিডিয়ার মতো উৎসগুলো বিশ্লেষণ করছে এবং প্রশ্ন তুলছে—কোনটা সত্য, আংশিক সত্য, মিথ্যা বা কোন তথ্য অনুপস্থিত?’
এতে আরো বলা হয়, প্ল্যাটফরমটি উৎসগুলোর ভ্রান্ত তথ্য চিহ্নিত করবে, অর্ধসত্য সংশোধন করবে এবং অনুপস্থিত প্রেক্ষাপট যোগ করবে।
পোস্টে উল্লেখ করা হয়, ‘কোনো পক্ষপাত বা গোপন এজেন্ডা ছাড়াই এটি হবে সত্যিকারের জ্ঞানের ভাণ্ডার, কারণ এর লক্ষ্য একেবারেই সত্যকে খুঁজে বের করা।
ইলন কখনও অর্ধেক কাজ করেন না, তিনি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে কাজ করেন।’
ইলন মাস্ক দীর্ঘদিন ধরে উইকিপিডিয়ার তহবিল সংগ্রহ ও সম্পাদনার পদ্ধতির সমালোচক। তার এআই-নির্ভর ‘সত্য অনুসন্ধান’ ধারণা এক্স প্ল্যাটফরমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—কেউ নতুন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ সতর্ক করেছেন, গ্রোকের প্রশিক্ষণ ডেটাও নতুন ধরনের পক্ষপাত আনতে পারে।
মাস্ক আগেও ঘোষণা করেছিলেন, গ্রোকিপিডিয়া হবে উইকিপিডিয়ার তুলনায় একটি ‘বড় উন্নতি’ এবং এক্সএআইয়ের ‘বিশ্বব্রহ্মাণ্ড বোঝার’ দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের পথে একটি ধাপ।
উল্লেখ্য, গত ২ অক্টোবর মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের সম্পদসীমা অতিক্রম করেন। তার পরেই আছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, তবে অনেকটা পিছিয়ে।
এআই স্টার্টআপ এক্সএআইয়ের মূল্য জুলাই পর্যন্ত ছিল ৭৫ বিলিয়ন ডলার এবং লক্ষ্য ছিল ২০০ বিলিয়ন ডলারে পৌঁছনোর। যদিও মাস্ক তখন বলেছিলেন, কোম্পানি মূলধন সংগ্রহ করছে না।
সূত্র : এনডিটিভি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়