খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি!

- Update Time : ১১:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৪৮ Time View
ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় থাকা অভিনেত্রী পরীমনি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জনের বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
এক সাক্ষাৎকারে তিনি তার প্রয়াত খালাতো ভাই ইসমাইলের সঙ্গে বিয়ের গুঞ্জনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন, যা বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পরীমনি আর সমালোচনা যেন খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ঢালিউড নায়িকা যা-ই করেন না কেন, তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি।
কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।
পরীর প্রেম কিংবা বিয়ে—এ দুই নিয়ে যেন সমালোচনার অন্ত নেই।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হয়ে তাকে ঘিরে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমনি।
অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ইসমাইল কি তার স্বামী ছিলেন? জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’
অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমনির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)?,
উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’
এর পরই জানতে চাওয়া হয় এই মুহূর্তে পরীমনি সিঙ্গেল কি না, এর উত্তরে নায়িকা বলেন, ‘না’। এর পরই আবার তিনি বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’
প্রেমের পর আসে বিয়ের প্রসঙ্গ। মোট কতবার বিয়ে করেছ, এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘একবার’।
সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? এ সময় পরীমনি বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’
শরিফুল রাজ ছাড়াও পরীমনির সঙ্গে অনেকের নাম জড়িয়েছে বহুবার।
শোবিজে আসার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি, এমন গুঞ্জনও ছড়িয়েছে অনেকবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরো বেশি ছড়িয়েছিল।
শরীফুল রাজের সঙ্গে বিয়েকে ভুল নয়, বরং একটি অভিজ্ঞতা হিসেবেই দেখেন এই অভিনেত্রী। তার এমন অকপট স্বীকারোক্তি ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’
এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও?
পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’
১০০ বাচ্চার মা হয়ে সেঞ্চুরি করতে চান পরীমনি!
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়