টঙ্গীতে মিথ্যা অভিযোগ, অপপ্রচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

- Update Time : ০৩:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১০৪ Time View
গাজীপুরের টঙ্গী দাড়াইল এলাকায় খোকন মিয়া শনিবার নিজের বাড়ীতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে খোকন বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমার নিজের ভাইকে সামনে এনে আমাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমি কোনো জমি দখল করিনি। উক্ত জমি ক্রয় সূত্রে আমার ছেলে অন্তরের মালিক। বিষয়টি পারিবারিক এবং আদালতের বিচারাধীন।
অন্যদিকে খোকনের চাচাত ভাই মামুন মিয়া দাবি করেছেন, খোকন তার ছোট ছেলেকে অপহরণ করার চেষ্টা করেছে। মামুন বলেন, আমার ছোট ছেলেকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। আমি থানায় গেছি, প্রশাসনের কাছে অভিযোগ করেছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি। আমি চাই ন্যায়বিচার হোক। খোকন সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে সম্পূর্ণ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন,ছেলের অপহরণের অভিযোগ মিথ্যা। এটি শুধুমাত্র আমাকে হেয় করার জন্য গড়া গল্প। আমি চাই সমাজে সত্য প্রকাশ হোক এবং মিথ্যা অপপ্রচার বন্ধ হোক। খোকন আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে পুলিশ তার বাড়ীতে এসে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে। এলাকাবাসীর একাংশ বলেন, বিষয়টি মূলত পারিবারিক জমি বিরোধ। খোকনের জনপ্রিয়তা ও সমাজে তার অবস্থানকে টার্গেট করে কিছু মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
একজন স্থানীয় প্রবীণ বলেন,এটি আদালতের বিষয়। আদালতের রায় না আসা পর্যন্ত কাউকে অপরাধী বানানো উচিত নয়। অন্য একজন যুবক বলেন, খোকন ভাই সবসময় অসহায়দের পাশে থাকেন। তার এই জনপ্রিয়তাই কিছু প্রতিপক্ষের চোখে কাঁটা।
খোকনের বিরুদ্ধে পূর্বে দায়ের করা কিছু মামলার অধিকাংশই প্রমাণের অভাবে ঝুলে আছে। তবে অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে পুলিশ খোকনের বাড়ীতে গিয়ে তল্লাশি চালিয়েছে, যা খোকনের দাবি অনুযায়ী হয়রানির অংশ। প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়