বিরক্ত মেহজাবীন চৌধুরী

- Update Time : ০১:০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১০০ Time View
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের জীবনের নানা মুহূর্ত কিংবা ভালো লাগা-মন্দ লাগার বিষয় শেয়ার করে থাকেন নিয়মিত। তবে এবার নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’
তার এই বক্তব্যকে ঘিরে ভক্ত-অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও পোস্টের নিচে কোনো মন্তব্য দেখা যায়নি। কারণ, মন্তব্যঘরটি তিনি বন্ধ রেখেছেন। তবে কোন প্রসঙ্গে বা কাকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করেননি মেহজাবীন।
এর আগে তিনি কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইক ভিডিও বৃদ্ধির মতো বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। সে সময়ও সামাজিক সচেতনতার বার্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারের বক্তব্য ভিন্ন মাত্রার— সরাসরি নেটিজেনদের বাজে ভাষা ও অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ ঝরিয়েছেন তিনি।
এদিকে ২৬ সেপ্টেম্বর দেশের পৃক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। সাবা নির্মিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। আরও রয়েছেন মোস্তফা মনওয়ার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়