ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা ইউটিএলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • Update Time : ০৯:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ২০০ Time View

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলা ও অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও জাহাজ যুক্ত হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের হাজারো নাগরিক এতে অংশ নেন। গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ইতোমধ্যে ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটক করে নিয়ে যায়। মানবিক সহায়তাবাহী নৌবহরের ওপর এ হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার দাবি জানান।

বিবৃতিতে ইউটিএল নেতারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সকল মানবিক সহায়তাকারীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন। একইসঙ্গে নৌযানে থাকা বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশী সাহায্যকর্মী রুহি লোরেনসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা ইউটিএলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
Update Time : ০৯:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলা ও অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও জাহাজ যুক্ত হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের হাজারো নাগরিক এতে অংশ নেন। গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ইতোমধ্যে ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটক করে নিয়ে যায়। মানবিক সহায়তাবাহী নৌবহরের ওপর এ হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার দাবি জানান।

বিবৃতিতে ইউটিএল নেতারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সকল মানবিক সহায়তাকারীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন। একইসঙ্গে নৌযানে থাকা বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশী সাহায্যকর্মী রুহি লোরেনসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।