ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে ধাক্কামারা ইউনিয়নে যুব সংঘের র‍্যালি ও মানববন্ধন

সাব্বির হোসেন,পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৭২ Time View

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় ধাক্কামারা ইউনিয়নের তরুণ যুব সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

স্থানীয় তরুণ সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সদর উপজেলা মিনি স্টেডিয়াম ঘিরে সাওতাল জনগোষ্ঠীর বসতি এলাকা ও ১নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে অবাধে চলতে থাকা মাদক ব্যবসা বন্ধের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরুণ যুব সংঘের মঞ্জুর আলম। এ সময় বক্তব্য দেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুল ইসলাম মানিক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং ধাক্কামারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সৈয়দ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদক আজকের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব।

মানববন্ধনে ১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমামরাও অংশগ্রহণ করেন। তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

মাদকমুক্ত সমাজ গড়তে ধাক্কামারা ইউনিয়নে যুব সংঘের র‍্যালি ও মানববন্ধন

সাব্বির হোসেন,পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় ধাক্কামারা ইউনিয়নের তরুণ যুব সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

স্থানীয় তরুণ সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সদর উপজেলা মিনি স্টেডিয়াম ঘিরে সাওতাল জনগোষ্ঠীর বসতি এলাকা ও ১নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে অবাধে চলতে থাকা মাদক ব্যবসা বন্ধের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরুণ যুব সংঘের মঞ্জুর আলম। এ সময় বক্তব্য দেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুল ইসলাম মানিক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং ধাক্কামারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সৈয়দ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদক আজকের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব।

মানববন্ধনে ১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমামরাও অংশগ্রহণ করেন। তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।