কালো শেরওয়ানিতে নজর কাড়লেন ঐশ্বরিয়া

- Update Time : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৪৬ Time View
বলিউড সেনসেশন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন।
মানিশ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র্যাম্পে হেঁটে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অভিনেত্রী।
একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী কালো শেরওয়ানিতে যেন অদ্বিতীয়া দেখাচ্ছিল। তার সিগনেচার রুবি লিপস ও খোলা চুলের স্টাইল গ্ল্যামারকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। র্যাম্পে অ্যাশের পারফেক্ট প্রফেশনালিজম দর্শকদের মুগ্ধ করেছে। অভিনেত্রীর র্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে।
এবারের সাবেক বিশ্বসুন্দরীর ঐশ্বরিয়ার পোশাক নিয়ে ডিজাইনার মনিশ মালহোত্রা বলেন, একই ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে কাজ করেছে। মূলত হাতের অংশের এই ডিজাইন অলঙ্কারের মতো কাজ করছে বলে জানিয়েছেন এ ডিজাইনার।
অন্যদিকে র্যাম্পে হাঁটার একদিন আগে থেকেই সাবেক বিশ্বসুন্দরীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্যারিসে পৌঁছানোর পর তার হোটেলের বাইরে এক ভক্ত অপেক্ষা করছিলেন। অভিনেত্রীকে দেখে ভক্ত অঝোরে কেঁদে ফেলেন। এরপর ঐশ্বরিয়া সেই ভক্তের সঙ্গে দেখা করে তার চোখের পানি মুছে দেন এবং ছবিও তোলেন। অভিনেত্রী তার বিনয়ী আচরণের জন্যও ভক্তদের প্রশংসা পাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়