সমাবেশে ৪১ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল
- Update Time : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১২৪ Time View
অভিনেতা থেকে রাজনীতিকের যাত্রা শুরু করা থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর স্থগিত করা হয়েছে। কয়েক দিন আগে তামিলনাড়ুর কারুরে সমাবেশে ৪১ জন নিহত হওয়ার পর তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই সিদ্ধান্ত নিয়েছে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন।
বুধবার (১ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, টিভিকে দল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিজয়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
দলটি জানিয়েছে, ‘এই পরিস্থিতিতে যেখানে আমরা আমাদের প্রিয়জনদের হারানোর জন্য বেদনা ও শোকের মধ্যে আছি, আমাদের দলের নেতার আগামী দুই সপ্তাহের জনসভার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। আমরা আমাদের দলের নেতার অনুমোদনক্রমে আপনাদের জানাচ্ছি। এই জনসভা সম্পর্কে নতুন বিবরণ পরে ঘোষণা করা হবে।’
শনিবারের সমাবেশে ৫১ বছর বয়সী বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান। দুপুর থেকেই হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হতে শুরু করেন। তার দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সমাবেশের জন্য বরাদ্দ ১০ হাজার জনের জায়গায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করা হয় এবং পর্যাপ্ত খাবার, পানি ও জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, এই সব কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সমাবেশ চলাকালীন অনেক মানুষ অজ্ঞান হলেও সেখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি।
ঘটনার পর বিজয় শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে টিভিকে নেতারা বলেন, ‘আমরা এর আগে বহু বিশাল সমাবেশ আয়োজন করেছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বিজয়ের সফর স্থগিত থাকলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কর্মসূচি পরে ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে শোক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর যথাযথ সমাধান আশা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































