টঙ্গীতে ব্যাংক ম্যানেজারের উপর প্রকাশ্যে হামলা

- Update Time : ০৫:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৫১৭ Time View
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় টঙ্গী কোঅপারেটিভ ব্যাংক ম্যানেজার মো. কামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে পুলিশ মামলা নেয়নি।
অভিযোগে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে ভাঙচুর ও হামলার চেষ্টা চালায়। তারা মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। হামলায় ব্যাংক ম্যানেজার কামাল উদ্দিনের চোখে কর্নিয়ায় আঘাত ও মাথায় গুরুতর আঘাত (হেড ইনজুরি) হয়।
অভিযোগকারী কামাল উদ্দিন বলেন, একজন ব্যাংক কর্মকর্তার উপর প্রকাশ্যে হামলা হলো, চোখে গুরুতর আঘাত ও মাথায় হেড ইনজুরি হলো, অথচ পুলিশ বলছে মামলা হবে না এটি আমাদের জন্য চরম নিরাপত্তাহীনতার বিষয়।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস,আই এহতেশাম তালুকদার সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মামলা হবে না, একটি সাধারণ ডায়েরি (জিডি) করা যেতে পারে। এরপর তিনি বিষয়টি পাশ কাটিয়ে চলে যান।
ব্যাংক ম্যানেজার প্রশ্ন রাখেন, এমন একটি হামলার পরও যদি মামলা না হয়, তাহলে আইন কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়
স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠছে। ভুক্তভোগী কামাল উদ্দিন দ্রুত মামলা গ্রহণ করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।