লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় চালকের যাবজ্জীবন

- Update Time : ১২:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৫০ Time View
কুমিল্লায় লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে তার সহযোগীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলায় প্রধান আসামি চালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সহযোগী মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি আয়নাল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি সাদ্দাম হোসেন হাজারী পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩১ মার্চ ভোরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক সাদ্দাম হোসেন ও তার সহযোগী আয়নাল ইসলাম পালানোর চেষ্টা করেন।
এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেট ও আসনের নিচ থেকে ২০ হাজার ইয়াবা এবং আয়নাল ইসলামের পকেট থেকে আরো ১ হাজার ৪৫০ পিস ইয়াবা জব্দ করেন। পরে ওই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।
ওই মামলায় মঙ্গলবার দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মামলার প্রধান আসামি ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সহযোগী আসামি মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে জেলহাজতে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, এই রায় মাদক কারবারি সিন্ডিকেটের বিরুদ্ধে একটি কঠোর বার্তা। আমরা এ রায়ে সন্তুষ্ট।