বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

- Update Time : ১১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৫২ Time View
বিসিবি নির্বাচনের ঢাকা বিভাগ যেন হয়ে উঠল সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঙ্গন। একসময় মনে হচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে ঢুকে পড়বেন দুই হেভিওয়েট প্রার্থী—আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ। আপিলে টিকে গেছেন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে দুই সাবেক ক্রিকেটারের পথ এখন আর মসৃণ থাকল না, ভোটের লড়াই পেরিয়েই বোর্ডে আসতে হবে তাদের।
ঢাকা বিভাগ থেকে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত হবেন দুজন পরিচালক। সেই দুই আসনের জন্য এখন লড়বেন সরকারের সমর্থনপুষ্ট প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী বুলবুল, হাই প্রোফাইল ফাহিম এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর রেদুয়ান। ত্রিমুখী এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা হাসবেন, তা এখন সবচেয়ে বড় কৌতূহল।
উল্লেখ্য, সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষর অসঙ্গতির কারণে রেদুয়ানের মনোনয়ন প্রথমে বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে সোমবার আপিল করার পর মঙ্গলবার শুনানিতে তা বৈধ ঘোষণা করা হয়। ভোটার নম্বর ১৬ হিসেবে তার প্রার্থিতা এখন আনুষ্ঠানিকভাবে বহাল। একইভাবে বৈধতা ফিরে পেয়েছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমও।
অন্যদিকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মেহেদি হাসান পুলক, রংপুরের হাসানুজ্জামান এবং চাঁদপুরের শওকত হোসেন আপিলে সফল হননি। তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। কমিশনের ব্যাখ্যা, প্রতিদ্বন্দ্বীদের আপত্তি টিকে যাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সব মিলিয়ে, ঢাকা বিভাগে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। যেখানে বুলবুল-ফাহিমের একক আধিপত্যের আশা ভেস্তে দিয়ে বৈধতা ফিরে আসা রেদুয়ান লড়াইটা করে তুলেছেন জমজমাট। এখন দেখার বিষয়—ভোটের বৈতরণী পেরিয়ে কারা জায়গা করে নেন বিসিবির নতুন বোর্ডে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়