আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াত

- Update Time : ০৪:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১১১৭ Time View
গতকাল রবিবার একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের বৈঠকের একাধিক ছবি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই ছবি থেকেই সামনে আসে জামায়াত ইসলামীর নতুন লোগো। এরপর শুরু হয় আলোচনা। তবে সেই লোগো সরিয়ে ফেলেছে জামায়াত।
আজ সোমবার জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে আজকের ছবিতে জামায়াত ইসলামির নতুন লোগো দেখা যায়নি। যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের লোগো পরিবর্তন হচ্ছে।
তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগো ট্রায়েল চলছে। দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে। গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে।
তার ওপরে রয়েছে একটি কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত। এর নিচে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা। আর সোনালি রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম।
আজকের ছবিতে লোগোটির জায়াগা ফাঁকা দেখা গেছে। তবে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা অংশটি এখনও আছে। আজ সকাল ৯টায় জামায়াত আমিরের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি। তার সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জামায়াত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।