দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব

- Update Time : ০৯:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭২ Time View
র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার(সিপিসি-২,)মেজর মীর ইশতিয়াক আমিন বলেছেন-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করা এই দুর্গাপূজা। দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব,বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়,এটি এখন সার্বজনীন উৎসব। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব।
জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিংএ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে, প্রতি বছরের ন্যায় এবছরও র্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজে র্যাব নিয়োজিত রয়েছে।
মেজর ইশতিয়াক বলেন,দুর্গা পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবেলায় র্যাব ফোর্সেস কর্তৃক পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে।র্যাব-১৩ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি,জন প্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করবে।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা এবং আগামী ২ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে তা শেষ হবে।অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য।হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র্যাব।
প্রেস ব্রিফিংএ নীলফামারী র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মাহাফুজার রহমান,শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ,সাধারন সম্পাদক মধুসুদন বণিক রনিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়