ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা: সারজিস

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪৩৫ Time View

আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে এনসিপি মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা।

তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা পুনরায় আবেদনও করিছি। শালপা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয় নাই। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকারের গাফিলতি। এ সীমাবদ্ধতা দায় সরকারকে স্বীকার করতে হবে।

আমরা চাই পরবর্তীতে দায় বহন করা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ ও এহসান জাকারিয়া প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা: সারজিস

রাজনীতি ডেস্ক
Update Time : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে এনসিপি মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা।

তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা পুনরায় আবেদনও করিছি। শালপা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয় নাই। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকারের গাফিলতি। এ সীমাবদ্ধতা দায় সরকারকে স্বীকার করতে হবে।

আমরা চাই পরবর্তীতে দায় বহন করা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ ও এহসান জাকারিয়া প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।