শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুবির নয় বিভাগের পরীক্ষা স্থগিত

- Update Time : ১০:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৮ Time View
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা মেনে স্থগিত করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নয়টি বিভাগের পরীক্ষা
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
জানা যায়, দূর্গা পূজা, বিজয়া দশমি, ফাতেহা-ই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), পদার্থ বিজ্ঞান,ফার্মেসি, মার্কেটিং, গণিত, পরিসংখ্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সহ মোট নয়টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা যেসব ডিপার্টমেন্টে পরীক্ষা আছে তাদের কাছে চিঠি পাঠিয়েছি যাতে পরীক্ষা স্থগিত রাখা হয়।’