টঙ্গীতে চাকরির জন্য জীবন দিলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ

- Update Time : ০৫:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬৮৭ Time View
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪০)। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২৩ সেপ্টেম্বর দুপুর ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফায়ার ফাইটার শামীম আহমেদ নেত্রকোনা জেলার সন্তান। তাঁর জন্ম ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি। ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন তিনি। দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন এই ফায়ার ফাইটার। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন। সহকর্মীরা জানান, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে শামীম আহমেদ প্রকৃত বীরের মর্যাদা অর্জন করেছেন। তাঁরা বলেন, “চাকরির জন্য জীবন দিলেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ। স্থানীয়রা এবং সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়