ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিস সহ দগ্ধ ৫

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫৭ Time View

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং চারপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যসহ স্থানীয় কয়েকজন শ্রমিকও দগ্ধ হন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্যের পাশাপাশি তিনজন শ্রমিক মিলিয়ে মোট ৫ জন মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে আছে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম, ইন্সপেক্টর নাইম ও নুরুল হুদা। এছাড়া দগ্ধ হওয়া অন্যদের মধ্যে রয়েছেন স্থানীয় শ্রমিক রুবেল, সুমন এবং আমিনুল ইসলাম রুবেল। দগ্ধ ছয়জনকে প্রথমে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর সাহারা মার্কেট ও এর আশেপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিস সহ দগ্ধ ৫

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং চারপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যসহ স্থানীয় কয়েকজন শ্রমিকও দগ্ধ হন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্যের পাশাপাশি তিনজন শ্রমিক মিলিয়ে মোট ৫ জন মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে আছে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম, ইন্সপেক্টর নাইম ও নুরুল হুদা। এছাড়া দগ্ধ হওয়া অন্যদের মধ্যে রয়েছেন স্থানীয় শ্রমিক রুবেল, সুমন এবং আমিনুল ইসলাম রুবেল। দগ্ধ ছয়জনকে প্রথমে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর সাহারা মার্কেট ও এর আশেপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।