নেপালে ভূমিধস, সড়কে আটকা হাজারো পর্যটক
- Update Time : ১০:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩৪ Time View
অতিবৃষ্টির কারণে নেপাল পোখারা সড়কে ভূমিধসের কারণে রাস্তায় আটকা পড়ে আছে হাজারো পর্যটক। এতে আন্তর্জাতিক পর্যটকসহ স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এমন দৃশ্য দেখা যায় নেপালের থামেল থেকে পোখারা যাওয়ার রাস্তায়।
সরেজিমন দেখা যায়, রাস্তার উপর সারি সারি বাস, প্রাইভেট কার, ট্রাকসহ নানা রকমের যানবাহন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। একবিন্দু নড়াচড়া করছে গাড়িগুলো। যাত্রীরা বির্তক হয়ে রাস্তায় নেমে নেপালের পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করছে। তবে তাদের চেহারার রয়েছে বিরক্তের ছাপ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতিবৃষ্টির কারণে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভূমিধস হয়েছে। সরকার সেটি সরানোর জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। তবে এখনো কতসময় লাগবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পর্যটকবাহী প্রাইভেটকারের চালক অরিন্দম বিশ্বাস বলেন, গতকাল রাতে আমরা খবর পেয়েছিলাম সড়ক বন্ধ আছে। তবে এটা ভাবতে পারিনি আজও বন্ধ থাকবে। এতো সময় কেন লাগছে তা বলা মুশকিল।
বাংলাদেশ থেকে আসা সুমাইয়া আক্তার জানান, কাঠমুন্ডুর থামেল থেকে সকাল ৮টায় বের হয়েছিলাম পোখারা যাওয়ার জন্য। এখন সাড়ে ৬টা বাজে। তাও অর্ধেক রাস্তায় পেরুতে পারিনি। গাড়ি চালক বলেছে আরও দুই ঘণ্টা সময় লাগবে সড়ক ঠিক হতে। আগামীকাল আমার অনেক কাজের পরিকল্পনা রয়েছে। সময় মতো না যাওয়াতে খরচ যেমন বাড়বে, তেমনি বিরক্তও লাগছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































