কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

- Update Time : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৩৬ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ে উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, ছাত্রদলের আহ্বায়ক জুবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল,মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
বক্তারা ডাকসু ও জাকসু নির্বাচনের হারের কারণ আলোচনাসহ তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।