রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা পেলেন শেকৃবি শিক্ষার্থী মিলা

- Update Time : ১০:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২১০ Time View
বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী প্লাবনী হক মিলা।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত এই পুরস্কার রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত। স্কাউটিং কার্যক্রমে অসাধারণ অবদান, শৃঙ্খলা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলির স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। একজন রোভার স্কাউট নির্ধারিত প্রোগ্রাম সম্পন্ন করার পর ২৫ বছর বয়স পর্যন্ত পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে মূল্যায়নে অংশগ্রহণ করতে পারেন।
প্লাবনী হক মিলা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের একজন সদস্য ও ইউনিটটির সাবেক সিনিয়র রোভার মেট (এস.আর.এম)। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে মাস্টার্সে অধ্যায়ণরত। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথম কোন মেয়ে রোভার এই অ্যাওয়ার্ড অর্জন করলো। এর আগে আব্দুল্লাহ আল মামুন ও মো. হাদিসুর রহমান এই ইউনিট থেকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছিল।
জাতীয় পর্যায়ের এ অ্যাওয়ার্ডের জন্য সারাদেশ থেকে মোট ৫ জন রোভার নির্বাচিত হয়েছেন। মনোনীত অন্যান্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের রোভার মো. মিলন হোসেন, সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার রবিন চন্দ্র মজুমদার এবং স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার পাভেল মহাজন।