রূপগঞ্জে পেপার মিলে চোরের রহস্যজনক মৃত্যু
- Update Time : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০৫৩ Time View
নারায়ণগঞ্জের, রূপগঞ্জে পেপার মিলে চুরি করতে গিয়ে তামিম (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় লিনা পেপার মিলে বন্ধুদের সঙ্গে মিলে চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত তামিম মুড়াপাড়া এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মুড়াপাড়া এলাকায় একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারনে মৃত্যুবরণ করেছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যু সঠিক কারন জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তামিম চুরির মামলায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হন। শুক্রবার রাতে তিনি তার সহযোগী দিপুসহ কয়েকজনের সঙ্গে স্থানীয় লিনা পেপার মিলের বন্ধ কারখানায় চুরি করতে যান। পরে শনিবারর সকালে নিহতের বাবাকে দিপু ফোন করে জানায় তামিম মারা গেছে।






































































































































































































