রূপগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
- Update Time : ০৫:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩১৮ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বড়ালু গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
তিনি বলেন, “বিগত ১৬ বছর শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাকে এলাকায় প্রবেশ করতে দেয়নি। ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনকালে নানাভাবে হামলা-মামলার শিকার হয়েছি। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও আমাকে ডান্ডাবেরি পরিয়ে রাখা হয়েছিল। ক্রসফায়ারে হত্যার চেষ্টা করা হয়েছে। তবুও রূপগঞ্জবাসির সেবায় সবসময় পাশে থেকেছি এবং তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি পালন করেছি।”
তিনি আরও বলেন, “রূপগঞ্জের অন্য কোনো মনোনয়ন প্রত্যাশীর এ ধরনের সংগ্রামের ইতিহাস নেই। তাই দলের পক্ষ থেকে সুবিচার ও আস্থা পেলে আমি রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। রূপগঞ্জবাসির কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গ করব।”
বক্তৃতা শেষে উপস্থিত গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা দুলাল হোসেনের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।









































































































































































































