ব্রেকিং নিউজঃ
সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার
সিলেট প্রতিনিধি
- Update Time : ০১:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭০৪ Time View
সিলেটের সালুটিকর ছালিয়া এলাকায় মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন।পাথরগুলো একটি ক্রাশার মিলের মেশিনে ভেঙে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার এসব পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথরের মালিক সনাক্ত করতে প্রশাসন অভিযান চালাচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৯-এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। তারা জানান, উদ্ধারকৃত পাথরগুলো মাটির নিচ থেকে বের করে পাচারের হাত থেকে রক্ষা করা হয়েছে। যারা এই পাচারে জড়িত, তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। এর আগে সোমবার ধোপাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছিল।












































































































































































































