যুক্তরাষ্ট্রে মেসির বরণ অনুষ্ঠানে গাইবেন শাকিরা!

- Update Time : ০৮:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ২১৩ Time View
ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা এখন পর্যন্ত না এলেও শুক্রবার (১৪ জুলাই) সেটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার (১৬ জুলাই) আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেবে মিয়ামি। মেসির আগমন উপলক্ষ্যে সমগ্র মিয়ামি নতুন রূপে সেজেছে। শহরে তার একাধিক প্রতিমা তৈরি করা হয়েছে। ইংলিশ ফুটবলের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম নিজেও মেসির একটি প্রতিমায় তুলির আঁচড় দিয়েছেন। ভক্তদের মতো আর্জেন্টাইন কিংবদন্তির অপেক্ষায় ছিলেন তিনিও।
মেসির আগমনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। তার উদ্যোগেই বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে আমেরিকায় পা রেখেছেন মেসি। ইউরোপের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসিকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছেন বেকহ্যামরা।
১৬ জুলাই আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মেসির আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠানটি করতে যাচ্ছে মিয়ামি। দলের সদস্য এবং সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়ার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে দলটি। গুঞ্জন আছে, এই অনুষ্ঠানে গাইতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
কলম্বিয়ার শিল্পী শাকিরা জেরার্ড পিকের সাবেক বান্ধবী। মেসি এবং পিকে দীর্ঘদিন বার্সেলোনায় সতীর্থ ছিলেন। দু’জনে ঘনিষ্ঠ বন্ধুও। সেই সূত্রে শাকিরার সঙ্গেও মেসির পরিচয় দীর্ঘ দিনের। ফ্লোরিডার ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শাকিরা ছাড়াও পারফর্ম করবেন পুয়োর্তো রিকোর র্যাপার ব্যাড বানি। থাকতে পারেন কলম্বিয়ার আরেক শিল্পী মালুমা। যদিও আনুষ্ঠানিকভাবে শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকা প্রথম মাঠে নামবেন বলে মার্কিন সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়