মামা-চাচা ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তারা দেশের সম্পদ: উপদেষ্টা আসিফ

- Update Time : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ Time View
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তারা কোনো দলের নয়, তারা আমাদের সম্পদ, দেশের সম্পদ। তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেয়ার।
আজ শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের লোক নিয়োগ না দিয়ে বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে। মেধাবীরা দেশের সম্পদ। কোনো স্বজনপ্রীতির অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেয়ার।’
উপদেষ্টা বলেন, ‘শুধু সরকারি সহযোগিতা নয়, আত্মকর্মসংস্থানে মনোযোগী হতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই দায়িত্ব পালন করবেন। পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। যে সরকার ক্ষমতায় আসে তাদের লোক নিয়োগ দেয়া হয়। ১৬ বছরে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। পিডিবিএফের নিয়োগের ক্ষেত্রে আমরা কোনো দলীয়করণ করিনি। তাই যারা নিয়োগ পেয়েছে তারা কোনো দলের নয় আমাদের সম্পদ, দেশের সম্পদ।’
অরিয়েন্টেশন অনুষ্ঠান থেকে বের হলে সাংবাদিকরা উপদেষ্টা আসিফকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করেন।
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ
তিনি বলেন, ‘কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।’
আদালতে সাংবাদিক হামলার বিষয় অত্যন্ত নিন্দাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
উপদেষ্টা আসিফ বলেন, ‘সংস্কার বিচার এবং গণতন্ত্র এই তিনটি নিয়েই আমরা কাজ করছি। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়