ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে ড্রেন নির্মাণে দুর্ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিক

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭১ Time View

গাজীপুরের টঙ্গী সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিলার গাতি কয়েল ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান বেকু (এক্সকাভেটর) দিয়ে মাটির কাজ করছিল। এ সময় দুই নির্মাণশ্রমিক নিচে কাজ করছিলেন। হঠাৎ বেকুর মাটি টান দেওয়ায় পাশের বাউন্ডারি ওয়াল ধসে পড়ে শ্রমিকদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

প্রথমে আহতদের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার চিকিৎসক শিকদার জানান, আহত সিদ্দিকের মাথায় মারাত্মক আঘাত রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে—জাহিদুল (৫৫), পিতা ওয়ারিস, জেলা গাইবান্ধা। অন্যজন সিদ্দিক, তবে তার পিতার নাম ও জেলা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসীরা অভিযোগ করেন, বেকু চালকের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, চালক অভিজ্ঞ হলেও অসতর্কভাবে মাটি টান দেওয়ায় দেয়াল ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে ড্রেন নির্মাণে দুর্ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিক

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিলার গাতি কয়েল ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান বেকু (এক্সকাভেটর) দিয়ে মাটির কাজ করছিল। এ সময় দুই নির্মাণশ্রমিক নিচে কাজ করছিলেন। হঠাৎ বেকুর মাটি টান দেওয়ায় পাশের বাউন্ডারি ওয়াল ধসে পড়ে শ্রমিকদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

প্রথমে আহতদের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার চিকিৎসক শিকদার জানান, আহত সিদ্দিকের মাথায় মারাত্মক আঘাত রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে—জাহিদুল (৫৫), পিতা ওয়ারিস, জেলা গাইবান্ধা। অন্যজন সিদ্দিক, তবে তার পিতার নাম ও জেলা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসীরা অভিযোগ করেন, বেকু চালকের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, চালক অভিজ্ঞ হলেও অসতর্কভাবে মাটি টান দেওয়ায় দেয়াল ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।