গোবিন্দগঞ্জে বোরকার ভেতর ২ কেজি গাঁজা

- Update Time : ০৪:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ৩২৪ Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাজলী বেগম (৫০) ও শেফালী বেগম (৪৮) নামের দুই মাদক কারবারির পরিহিত বোরকার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে নারী পুলিশ। এসময় তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ জুলাই) সকালে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে একটি যাত্রীবাহী বাসে থাকা ওই নারীদের কাছ থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ কাজলী বেগম (৫০) পিতা- মৃত দবির উদ্দিন মাষ্টার,স্বামী-মোঃ শাহ আলম,মোছাঃ শেফালী বেগম (৪৮), পিতা-মোঃ নুর ইসলাম @ নুরু, স্বামী-মোঃ রফিকুল ইসলাম,উভয় সাং-গোসাইবাড়ী, থানা- শেরপুর, জেলা –বগুড়া।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি করাকালে বাসের সিটে বসা যাত্রী কাজলী বেগম ও শেফালী বেগমের দেহ নারী পুলিশ রেশমা বানুর দ্বারা তল্লাশী করা হয়।
এতে কাজলী ও শেফালীর পরিহিত বোরকার ভেতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো পলিথিনের পোটলায় ১ কেজি করে দুইজনার কাছ থেকে মোট ২ কোজি গাঁজা জব্দসহ কাজলী বেগম ও শেফালী বেগমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সাহা বলেন, গ্রেফতার হওয়া বেলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আসামী বেলি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।