যে শর্তে বিয়ে করতে রাজি হলেন সুস্মিতা সেন

- Update Time : ০১:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৩ Time View
কখনো হাঁটুর বয়সী ছেলে, কখনো বয়স্ক পুরুষের সঙ্গে, প্রেম থেকে একান্ত সময় কাটানো কিংবা আবার পুরনো প্রেমিকের কাছে ফিরে যাওয়া—সব কিছু নিয়েই খবরের শিরোনাম হয়েছে সুস্মিতা সেন। বিশ্ব সুন্দরী হয়েও নাকি মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না তিনি!
৪৯ বছর বয়সেও প্রেম, বিয়ে নিয়ে তার মন টালমাটাল। তবে এবার সুস্মিতা ঠিক করেই ফেললেন, বিয়ে করবেন। তবে পাত্রের কাছে শর্ত রয়েছে অভিনেত্রীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বললেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবে, সেদিন বিয়ে করব।
সুস্মিতা আরো বললেন, শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।
সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুদা, রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, এরপর পরিচালক বিক্রম ভাট। সম্প্রতি নাম জুড়েছিল ললিত মোদির সঙ্গেও। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা। তার সেই পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়